0
 কুমিল্লার হোমনা উপজেলার ইসলামি ছাত্রসেনা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল কাদের আল কাদরিকে মোবাইল ফোনের মাধ্যমে একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে মাওলানা আব্দুল কাদের আল-কাদরি একজন সুন্নি পথ অনুসারি ও ধার্মীক ব্যক্তি । সে ৫ নং আছাদপুর ইউনিয়নের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি ও হোমনা উপজেলার তথ্য ও গবেষনা সম্পাদক, ঘনিয়ার চর  ক্বাদেরিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উজানের কান্দি গাউছুল আজম জামে মসজিদের খতিব, ঘনিয়ার চর বাজারের ফেরদৌসি লাইব্রেরীর প্রতিষ্ঠাতা, ঘনিয়ার চর ভূঁইয়া পাড়া ঈদগাহ্রে ইমাম, উক্ত ইউনিয়নের সহ-কারী কাজী, এবং বাজারে তার লিখিত দুইটি বই ও দুইটি সিডি ক্যাসেট রয়েছে।

লিখিত বই দুটি হচ্ছে- (১) মৃত্যু আমার শেষ ঠিকানা, (২) মুক্তির সহজ পথ ও সিডি ক্যাসেট গুলোর নাম হল- (১) গাউছে পাকের শান এবং নুর নবীজির মহব্বত এবং সে একজন বাংলাদেশ টেলিভিশনের ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক।  এব্যাপারে মাওলানা আব্দুল কাদের সাংবাদিকদের জানায়  গতকাল বুধবার সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে আমার (আব্দুল কাদের) ০১৮৪৮১৮৩৮৮৭ নাম্বারে ০১৯৩৭৬১০১৪১ থেকে ফোন (কল) আসে কলটি রিসিভ করার পর অজ্ঞাত ব্যক্তি নাম পরিচয় না দিয়ে আমাকে অশ্লীল ও অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। বলে যে সময় থাকতে ভাল হয়ে যাই তা না হলে তকে প্রাণে মেরে ফেলব। আমার অপরাধ সম্পর্কে জানতে চাইলে বলে যে তুই সুন্নি তরিকা পথ অনুসারি এটাই তর সবচেয়ে বড় অপরাধ এটুকু বলে ফোন রেখে দেয়। এ বিষয়ে  মাওলানা আব্দুল কাদের আল কাদরি তার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করে। 

Post a Comment

 
Top