0

খাবারে মাছি পড়লে যা করা উচিৎ

হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুহতে বর্ণিত, রাসুলে পাকসাল্লাল্লাহুতায়ালা আলাইহে ওয়া সাল্লামবলেছেনঃ-
কারওখাদ্যের পাত্রে যদি মাছি পড়ে তাহলে সে যেন গোটা মাছিটিকে তার মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরবের করে ফেলে দেয়, কারণতার এক পাখায় (শুড়ে) আরোগ্য (তার বিষাক্ততা ধ্বংস কারী ঔষধ) ওঅন্য পাখায় (শুড়ে) রোগ (বিষাক্ততা)থাকে ।

[বুখারি শরীফ ]

Post a Comment

 
Top