0

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের কথা জানেন

হযরত সালমাহ ইবনে আকওয়া(রা.) হতে বর্ণনা করেছেনতিনি নবীজির সাথে ছিলেনহঠাত্‍ একজন লোক এসে নবীজিকে বললো, ''আপনি কে?'' হুযুর করীম বললেন, ''আমিনবী'' সে তখন বললো, ''নবী কাকে বলে?'' হুযুর করীম বললেন, ''আল্লাহর প্রেরিতরাসূলকে'' সে বললো, ''কিয়ামত কবে আসবে?'' হুযুর এরশাদ করলেন,''এটা গায়েবেরবিষয় আর গায়েব আল্লাহ ব্যতীত (তাঁর জানানো ব্যতিরেকেকেউ জানেনা'' সে তখনবললো, ''আপনার তরবারী'টা আমাকে দেখান!'' তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আপন তরবারী তাকে দিয়ে দিলেন সে তরবারীটি ভালভাবে দেখলো তারপরতরবারীখানা হুযুরকে ফেরত দিলো অতঃপর তার উদ্দেশ্যে হুযুর করীম বললেন, ''শোন!তুমিকখনো ওই জঘন্য কর্মটি করতে সক্ষম হবেনা,যেটির ইচ্ছা করেছিলে!'' সে বললো, ''নিঃসন্দেহে আমার ইচ্ছা তাই ছিলো''
         এর পরক্ষণে নবীজি এরশাদ করেছেন-লোকটি এলো আর মনে মনে প্রতিজ্ঞা করলোযে, ''গিয়ে প্রশ্ন করতে থাকবো।তারপর তলোয়ার নিয়ে তাঁকে ক্বতল করে ফেলবো।'' কিন্তুশেষ পর্যন্ত সে তলোয়ার খাপের মধ্যে রেখে দিলো।
 
সূত্রঃ খাসাইসুল কুবরা

Post a Comment

 
Top